সবুজ শ্যামলে ভরা আমার এই দেশ,
চারিদিক তাকিয়ে দেখ সব কিছুই শেষ ।
সকালবেলা পাখির ডাক করে কিচিরমিচির,
সব কিছু বাদ দিয়ে এখন ধান্দা ফিকির।
দুপুরের পুকুরে শাপলা ভাসে বাতাসে,
মেডিসিনের গন্ধ এখন বয়ে যায় আকাশে,
মাথার উপর সূর্য ছিলো আলো দিতো বেশ,
আকাশের এই কালো ধোয়ায় সবকিছুই শেষ ।
খাল-বিলেতে নৌকা ভাসে ছাউনি দিয়ে মাথায়,
এখন দেখি ফাকা নদী - সেই নৌকাগুলো কোথায়?
ধান বুনতো,গম বুনতো পালতো তাজা পশু,
এখন ভেজাল জিনিস খেতে হয় তাজা নাই কিছু ।
নেই কিছু আর, ছিল যার যার, সবই গেছে হারায়,
ভয় নেই আর, রক্ষা করতে হবে এবার, দেখি কে ঠেকায় ।।