আকাশ আমায় শিক্ষা দিল একলা হয়ে চলতে,
বাতাস আমায় শিক্ষা দিল আপন বেগে ছুটতে,,
মাটি আমায় শিক্ষা দিল শান্ত হয়ে থাকতে,
বৃক্ষ আমায় শিক্ষা দিল চুপসে করে থাকতে,,
অগ্নি আমায় শিক্ষা দিল গরম হয়ে চলতে,
পানি আমায় শিক্ষা দিল নরম হয়ে চলতে,,
মেঘ আমায় শিক্ষা দিল কষ্ট জমা রাখতে,
বৃষ্টি আমায় শিক্ষা দিল কষ্ট পেয়ে কাঁদতে,,
আধার আমায় শিক্ষা দিল গম্ভীর হয়ে থাকতে,
আলো আমায় শিক্ষা দিল আধার দূরে রাখতে,,
মন আমায় শিক্ষা দিল মনের কথা বলতে,
কান আমায় শিক্ষা দিল প্রেমের কথা শুনতে,,
বই আমায় শিক্ষা দিল মিথ্যা না বলতে,
সমাজ আজ শিক্ষা দিল মিথ্যা কথাই বলতে,,
কর্ম আমায় শিক্ষা দিল নিজেকে ব্যস্ত রাখতে,
অর্থ আমায় শিক্ষা দিল অনেক বড় হতে,,
কোরআন আমায় শিক্ষা দিল অহংকার মুক্ত চলতে,
আজ টাকা আমায় শিক্ষা দিল অহংকার নিয়ে চলতে,,
বোরকা আমায় শিক্ষা দিল নারীকে পর্দায় রাখতে,
মোবাইল আমায় শিক্ষা দিল নগ্ন মানুষ গড়তে,,
অনেক শিক্ষা পেলাম আমি প্রকৃতির এই কাছে,
আরও শিক্ষা খুঁজছি আমি প্রকৃতিরই মাঝে,,