"বসন্তে তুমি"
মোহাম্মদ ফাহিম
দু চোখ মেলে চেয়েছি যাহা
মনের খায়েশে পেয়েছি তাহা,
খুুঁজছি তোমায় আধার হলেই
পূর্ণ হব তোমায় পেলেই ।
তুমি হীন আমি এক মরুভূমি
দিনের আলো দেখাবে তুমি,,
দেখব আলো তোমার সাথে
হাত রাখব তোমার হাতে,
নামবে সূর্য উঠবে চাঁদ
বুনবো আমি প্রেমের ফাঁদ।
মায়ায় পরে ডুবে আছি
থেকো তুমি কাছাকাছি...
পাঞ্জাবি পরে থাকব আমি
নীল শাড়ি পরবে তুমি,
দেখবো তোমায় প্রেমের চোখে
মুগ্ধ হবো তোমায় দেখে।
ধরবো হাত রাখবো পাশে
এই বসন্ত যেন বারবার আসে।।