চোখের ভাষা আছে অনেক
বোঝার ক্ষমতা নাই,
মনের অনেক কথা আছে
শোনার ক্ষমতা নাই।
নিয়মাবলি আছে অনেক
মানার ক্ষমতা নাই,
গন্তব্য আমার সামনেই আছে
যাওয়ার ক্ষমতা নাই।
বিশ্বাসী মানুষ আছে অনেক
বিশ্বাস করার ক্ষমতা নাই,
জ্ঞানী মানুষ আছে অনেক
জ্ঞান অর্জনের ক্ষমতা নাই।
টাকা-পয়সা নাই পকেটে
ঘুরিবার ক্ষমতা নাই,
ঘুম অনেক বাকি আছে
ঘুমাবার ক্ষমতা নাই।
ভালো অনেক মানুষ আছে
চেনার ক্ষমতা নাই,
ব্যস্ততার অনেক কারণ আছে
বোঝানোর ক্ষমতা নাই।
মায়াবী অনেক চোখ আছে
ইশারা দেওয়ার ক্ষমতা নাই,
দায়িত্বশীল অনেক নারী আছে
আগলে রাখার ক্ষমতা নাই।
পছন্দের আমার নারী আছে
বলার ক্ষমতা নাই,
বললেই সে চলে যাবে
আটকে রাখার ক্ষমতা নাই।
হয়তো আবারও হবে দেখা
কথা বলার ক্ষমতা নাই,
তাকে আমি দেখেই যাবো
কারণ আমার তো ক্ষমতা নাই...। 🥀