আকাশ তুমি দেখতে ভালো রং তোমার নিল,
তুমি আমি নিরবতা অচেনা এক মিল,,
সূর্যের সাথে করো খেলা এদিক ওদিক থেকে,
সেই চিত্রটি আমি আবার রেখে দেই একে,,
কষ্ট পেলেই কেঁদে দেও-বৃষ্টি পরে মাথায়,
হাটতে চলতে অসুবিধে হয় কারন রাস্তা থাকে কাদায়,,
পাখি উড়ে,ঘুরি উড়ে,উড়ে উড়োজাহাজ,
কখনো লাল কখনো সাদা নিত্য নতুন সাঝ,,
দিনের পর রাত হয় তখন অন্য রূপ ,
দিনে হৈচৈ থাকলেও রাতের বেলায় সব চুপ,,
রাতের পর অপেক্ষায় থাকি কখন হবে দিন,
এভাবেই আকাশ তুমি সাঝো নিত্য প্রতিদিন...!!!