(নাম) ছিল মোর প্রাণ পয়সী
ভালবাসা দিয়া মোরে করলো সর্বনাশী
আগে যদি জানতাম আমি তোর প্রেমে এত জ্বালা
পড়তাম না আমি এই জীবনে তোর প্রেমেরী মালা।
তোর প্রেমেতে জ্বলি আমি স্বার্থ নাহি জানি
গভীর রাতে উকি দিয়ে হৃদয় কারিলী।
এত প্রেম শিখালি মোরে প্রাণে মারিলী
এত প্রেম শিখাইয়া মোরে কেমনি ছাইড়া গেলি।
তোর প্রেমের বোঝা লইয়া রাস্তায় রাস্তায় গুরি
তোর প্রেমের বোঝা বলনা সখী কেমনে নদীতে ছাড়ি।
নদীর মাঝে জাপ দিয়ে মরি মৃতু নাহি আশে
নদীর পানি ভালবেসে মোরে কূলেতে নিয়ে আসে।
গাছের সাথে পাশ দিতে যাই মৃত্যুর আশাতে
কেন্দে কেন্দে কইলো আমায় ভাল যে বাসি তোরে।
আগে যদি জানতাম আমি প্রকৃতি মোরে এত ভালবাসে
সারা জীবন থাকতাম আমি তাদের ভালবেসে।
তোর সাথে করলাম পিরিত দুঃখ নাহি দিতে
এত দুঃখ কেমনি দিলি আমার হৃদয়টিতে।
আমি সর্বনাশী শুধু তোকে ভালবাসি
আয় ফিরে আয় খাচার পাখি আশা নিয়ে বেঁচে আছি।
আষাঢ়ের বৃষ্টি এসে ধুয়ে দিলো মোর দেহ
প্রতি ফোটা বৃষ্টি যেন বলে মৃত্যুই তোমার শ্রেয়।
বৃষ্টির জলে বাসিয়ে হৃদয়টাকে শান্তি নাহি পাই
অন্তর হলো দগ্ধ আগুন জ্বলে ফুড়ে হলো ছাঁই
চাই না আমি এমন হৃদয় কান্দে দিবা-রাতে
ফিরে এসো ভালবাসা তুমি হৃদয় পিঞ্জিরাতে।