হায়'রে দেশ ,হায়'রে মাটি, তুমি কি স্বাধীন?
৭১য়ের রক্ত ছিল হায়নারদের গুলি
২১য়ে আবার রক্ত ঝরে কুকুর মুদির নামটি সবার স্বরি।
২৬য়ে মার্চ তুমি, তুমি কি স্বাধীনতা?
নাকি গল্প কথার,
গাদ্দারের হাতে তোমার পরাধীনতা।
৫০ তোমার বয়স, সম্মানি ছিলে তুমি
কুকুরের গলায় মুক্তা পড়িয়ে করেছে সম্মানহানি
তুমি কি স্বাধীনতা? দৃক্কার জানাই তোমায় তুমি আজ কলঙ্কিত পদচিহ্ন দিয়ে শ্রদ্ধা জানাই
হতভাগা তুমি জালেম হয়েছে সম্মানি।
তুমি কি স্বাধীনতা? তোমার জন্য আজ
গদী লোভি স্বদেশীর হাতে কুরআন লাঞ্ছিত
কুরআনের বক্ষে রক্ত চিহ্ন
মুসলমানকে করেছে ভিন্ন।
তুমি কি স্বাধীনতা? তোমার জন্য
মুসলিম আমি ভূলে গেছি নিজের পরিচয়
নিজ দেহে ক্ষত করেছি
কৃষ্ণর হয়েছে জয়।
এই তুমি স্বাধীনতা!
ভুলে গেছি আমি মুসলিম
দেবতার খুশির লাগি
মসজিদ আজ রক্তে মাখা
মন্দিরে উলুর ধ্বনি।
গদীর হাতে কুরআন শহীদ
মুসলিমের মুসলিমে দ্বন্দ্ব
আমিতো চাইনি এমন স্বাধীনতা
একই দেহে অন্তর হবে ভিন্ন।
সত্যি স্বাধীনতা তুমি কি অপরাধী?
নাকি তোমার সম্মান ক্ষুন্ন করতে
কুকুরের জন্য নিজের রক্তে
রঞ্জিত করি অপবিত্র করি ধূলি।
না স্বাধীনতা, তুমি চির অম্লান
নিজেরর ভুলে গদীর লোভে
ভুলে গেছি সব, জাতী গোত্র, বংশ পরিচয়।
ভুলে গেছি আমি
মুসলিম আমার পরিচয়
মূর্তি আমার চিরশক্র
রহমানের বান্দা আমি
কুদরতি পায়ে সেজদা দিয়ে বিশ্ব করি জয়।
আমার জন্য লাঞ্চিত আজ হায়'রে স্বাধীনতা
ধ্বংশ হোক কুরআন বিরোধী
অটুট থাকুক তোমার সম্মান
উচু থাকুক তোমার মাথা।