তুমি কি মুসলমান ভাবতে ও লাগে ভয়
শীরেক তোমার রঞ্জে রঞ্জে মুসলিম পরিচয়।
তুমি কি মুসলমান বলতে ও লাগে ভয়
মুনফিকি তোমার রক্ত কণিকায় বাংলার মাটি তাই কয়।
তুমি কি মুসলমান শুনতে ও করি ভয়
মসজিদের মিনারে আজানের ধ্বনিতে কলিজা শীতল হয়
সেই মিনারের দেশে ভাস্কর্য নামে মূর্তি বানাতে কোন মুনাফিক কয়
হাজারো আলেমের দেশে ভাস্কর্য বেশে মূর্তি বানায় শয়তান
তার তাঁবেদারি করে ঘুঁটি কয়েক নাস্তিক মুসলিম নামে বেঈমান।
এই সোনার বাংলায় নাই , নাই ঠাঁই , কোন নাস্তিক তাবেদার
ঐক্যগড় আওয়াজ তোল আল্লাহু আকবার
বিশ্ব কাঁপুক নাস্তিক হটুক তুমিতো মুসলমান
তোমারি হুংকারে ফিরে আসুক আবার পবিত্র বিধান।
আকাশ বাতাস কম্পিত হোক আল্লাহু আকবার ধ্বনি
জালেমের মসনদ কেঁপে উঠুক মজলুমের ডাক শুনি
ভাষণ যার বিসমিল্লাহ দিয়ে শেষেতে ইনসাল্লাহ
সেইতো মুসলিম মুনাফিক নয় গড়েছে সোনার বাংলা
তার কবরে জান্নাতি ফুল ঝরতে একটু দে
খোদার রহমত মূর্তিতে নয় বুঝাবে তোমায় কে?
এই শাহ জালালের মাটি হাজারো ওলীর ঘাঁটি
ভাস্কর্য নামের মূর্তি নয় কুরআন করেছে খাঁটি
কুরআনে যা হারাম করেছে হারাম তুমি জানো
হাদিসে যা হালাল বলেছে হালাল তুমি চিনো
হারামকে হারাম বলি ও হালালকে হালাল
তবেই তুমি মুসলিম কুরআনের পয়গাম।
দলের মাঝে ইসলাম খুঁজো না হবে তুমি বেইমান
কুরআন পড় সুন্নাত ধর তবেইতো মুসলমান
ঈমান হবে খাঁটি মুসলিম হবে নাম
জান্নাত তোমার প্রবেশ দ্বার খুঁজবে বারে বার।
"""""""""" সংক্ষিপ্ত"""""