রমাদ্বানেরী চাঁদ উঠেছে হাসি সবার মুখে বেনামাজি বেরোযদারী কান্দে দুঃখে দুঃখে
রমাদ্বানেরী চাঁদ উঠেছে হাসে খোকা খুকি
মাকে বলে রাখবে রোযা চাঁদকে ভালবাসি।
গভীর রাতে উঠবো মোরা খাইবো সাহারী
কালকে জানি হইবে রোযা এই কথাটি স্বরি।
সাহরী খেল রাখবে রোযা মনে বড় আশা
দুপুর বেলা নেমে এলো তাদের হতাশা
আম্মু বলে হয়েছে রোযা ওগো খোকা খুকি ভাত খেয়ে নাও তারাতাড়ি প্রভুর নামটি স্বরি।
ভাত খাবেনা বলল তারা রাখবে রোযা আজ
তাকিয়ে দেখ গন্ঠ তাদের তৃক্ষায় ফাটে রোযার তরে আজ।
জগৎ স্বামীর লিলা খেলা বুঝিতে কেউ কি পারে?
ছোট্ট শিশুরাও রাখিল রোযা আল্লাহকে নাহি ভুলে।
এমন ভালবাসা দিয়েছ ঢেলে শিশুর মনে প্রাণে
তোমার করুণা পাই যেন মোরা ত্রিশটি রোযার তরে।
হাসিদের মাঝে শুনিলাম রাসূলের বাণী
রোযার প্রতিদান স্ব-হস্তে দিবে শান্তি আসিবে নামি।
এত প্রতিদান দিয়েছ তুমি বান্দার কল্যাণে
বেনামাজি বেরোযদারী রাখেনি রোযা জেনে।
রমাদ্বান এলো দ্বার খুলে দিলো জান্নাত এলো নেমে
রাখো! রাখো! রােযা রাখ জান্নাতে ডুকিবে পরে।
জান্নাতেরী নাম শুনেছ দেখনি তোমরা কভু
কারুকার্য্য করে সৃজিল প্রভু প্রাচুর্যে ঘেরা জানিয়া রাখ তবু।
জান্নাতেরী স্নিগ্ধ বাসাত প্রাণটা কেড়ে নিবে
হুর পরি আর রুপসী বালা ভালবাসা দিবে।
আরো আছে কত কি দেখবে তোমরা পরে
পৃথিবীতে বসে কেঁদে যাও প্রভুর দরবারে।
কাদিয়া তুমি সিগ্ধ কর তোমার দুটি আঁখি
প্রভুর দরবারে জন্নাত কাঁদবে তোমার লাগি।
রমাদ্বান মাসের ১৭ তারিখ বদর যুদ্ধ হয় স্বরি
মুসলিম মোরা বক্ষপাতি তরবারিকে নাহি ডরি।
মুসলিম মোরা, মুসলিম মোরা, উরিয়েছি জান্ডা
বক্ষ পেতেছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি আমরা।
মুসলিম মোরা, মুসলিম মোরা, রেখেছি মোদের মান
কেড়ে নিতে কেউ পারেনি কভু, মুসলমানের শান।
এরপর থেকে মাথা উচু করেছি, মুসলিম আমার নাম
জয় করেছি বিশ্বটাকে রেখেছি নবীর শান।
রমাদ্বান মাসের একটি রাত্রি অনেক বড় দামি
হাজার রাতের চেয়েও দামি কদর রাত্রি জানি।
কদর রাত্রিতে করলো নাযিল পবিত্র আল কুরআন
তুমি কি জান? জান কভু আল কুরআনের শান।
হেরা গুহায় হলো নাযিল আল্লাহর কিতাব খানি
সূরা আলাকের পাঁচটি আয়াত নাযিল হলো জানি।
উষ্ণ হল দেহখানি তার জ্বরে ভুগিছে জানি
তারাতাড়ি করে খাদিজাকে বলে কম্বল দাও আনি।
কম্বল দিয়া ঢাকিয়া দিল রাসূল পাকের দেহ
নানান ভাবে সান্ত্বনা দিল হস্ত বুলিয়ে দেহ।
এমনি করিয়া শেষ হয়ে এলো রমাদ্বানেরি রোযা
পশ্চিম গগনে উঠলো রবি ভাঙ্গিতে মুসলিম রোযা।
রমাদ্বানেরি শিক্ষা যদি মুসলিম সদা মানে
ধনী গরিবের ভেদাভেদ থাকবে না আর মনে।
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে খোকা খুকি হাসে
ঈদের পোষাক পড়বে তারা আনন্দে মন নাচে।