প্রকৃতি হলো সবুজ শ্যামল বাংলা মায়ের রুপ
বিন দেশেতে যাবে তুমি দেখবে না তার মুখ।
সোনা মাখা রুপটি তাহার কাঁজল ভরা আঁখি
কে দিয়েছে রুপটি এঁকে মুগ্ধ হয়ে থাকি।
বাংলা মায়ের রুপটি দেখে টপকে পড়ে জল
ধানের শীষে দোল খেয়ে যায় বৃক্ষে আসে ফল।
আঁকাশ ছিঁড়ে বৃষ্টি পড়ে বাংলা মায়ের তরে
তরু-লতা বৃক্ষরাজি সাঁঝে ফুলে ফলে।
বাংলা মায়ের রুপটি এঁকে কে দিলোরে আজ
আয়রে তরুণ,আয়রে যুবক কদম ফুলে সাঁঝ।
আয়রে শিশু, আয়রে কিশোর দেখবি তোরা আজ
বাংলা মায়ের রুপটি আঁকা দিচ্ছে মেলে আজ।
তার বুকেতে শত নদী ছুটে চলে যায়
তার বুকেতে কত মাঝি পাল তোলে নৌকায়।
ভাটিয়ালি গান ধরে যায় ঢেউয়ের তালে তালে
হাজার কষ্ট যায় হারিয়ে মাঝির গানে গানে।
গাছের ডালে হাজার পাখি কন্ঠে তোলে সুর
আল্লাহ নামের জিকির করে মন সদা ব্যাকুল।
বাংলা মায়ের তরে তুমি দেখবে আরো কত
আল্লার ভয়ে পাথর কাঁদে অশ্রু ঝরে শত।
অশ্রুঝরে পাহাড় বেয়ে ঝরনা ছুটে যায়
প্রভুর প্রেমের জিকির করে কাঁন্দে নিরালায়।