মুসলিম আমি,সংগ্রামী আমি, আমি বীর সেনানী
অজয় আমি,অক্ষয় আমি,আমি মুক্তিকামী
শান্তি আমি নিবাতে জানি অস্ত্রের দাবানল
আমার হুংকারে কেঁপে উঠে সব হায়নারদের দল।
আমারি ঈমানী তীক্ষ্ণ ধারে কেঁপে উঠে রাজপথ
ভয়ে থরথর লাগে ঢরঢর বুঝি করবে ধপারপা
লেজ গুটিয়ে পিছু হটিয়ে ভয়েতে আত্মহারা
যায় হারিয়ে প্রাণ বিলিয়ে জাহান্নামেতে তারা।
মুসলিম আমি ধরতে জানি নাঙ্গা তলোয়ার
মরতে জানি দ্বীনের তরেতে উচ্চ করিয়া গাঢ়।
যুদ্ধ করি কি কারণে নাইবা তুমি জান
মরলে শহীদ বাঁচলে গাজী এই কথা মোর শুন।
রাখি জীবন বাজি,হইবো শহীদ হইবো গাজী
এইতো মোর আশা জান্নাতে হইবে মোর বাসা।
উরাবো জান্ডা, বিলাবো প্রাণটা
বাচাতে তরী ইসলামের মনটা
উচ্চ করেছি শির দাড়িয়েছি বীর
কাঁপিয়েছি সারা বিশ্ব হাতে নিয়ে সেই তীর।
অস্ত্র আমি হায়দার আলীর খালেদ বিন ওয়ালিদ
কোষমুক্ত তরবারি আমি দ্বিন-খন্ডিত করি শির।
ওমর ফারুকের হুংকারে তুমি মাটিতে লুটিয়ে পড়
এই বুঝি এলো মৃত্যু আমার জীবনকে করে ছিন্নভিন্ন।
মুসলিম আমি, কখনো নত করিনি শির
দ্বি-খন্ডিত হোক মস্তক আমার মৃত্যুই আমার নীড়।