বাংলার বুকের সূর্যটা ডুবে যায়রে আজ
সেতো মোদের বঙ্গ বন্ধু মোদের শির তাজ।বাঘের কন্ঠের গর্জন শুনে জেগে ছিল বাঙালী
লক্ষ প্রাণের তাজা রক্ত ঢেলে দেশকে করেছে দামি।
বাঘের মত গর্জন ছিল বজ্রের মত ধ্বনি
হুংকারে তার পালিয়ে গেল হিংস্র সকল প্রাণী।
তার মৃত্যুতে শোকাহত আজ ব্যথিত হৃদয় প্রাণ
কোন শয়তান কেড়ে নিলোরে? হাজার বাঙ্গালির প্রাণ।
শহীদের আত্মা কাদে দেখ মানুষের অগোচরে
বাঙ্গালির প্রাণ কেড়ে নেয়রে কে?লজ্জায় আখি মরে।
আগস্ট মাসের ১৫ তারিখ সূর্য ডুবে যায়
আকাশ কান্দে, বাতাস কান্দে,কান্দে হাজার প্রাণ
গাছের ডালে পাখি কান্দে গাইবে না আর গান।
গানের পাখি হারিয়ে গেল আসবে না আর ফিরে
ঘাতকের হাতে গুলিবিদ্ধ হয়ে মরলো নিজের গৃহে।
হস্তদ্বয় তুলে দোয়া মাগো বাঙ্গালী আল্লাহর দরবারে
শেখ মজিবের শান্তি নচিব হয় যেন সদা-সর্বদা গোরে।