ভুলা কি যায়রে ঊনিশে নিরানববয়ের
সতের নভেম্বরের কথা
যেদিনের সর্বসম্মতি দিয়েছে
বিশ্ব মাতৃভাষার স্বাধীনতা!
সেই দ্বীপ্তমান স্মৃতি আছে মনে
হয়নি,হবেনা কভু মলিন
আপন ভাষার রাখতে মান
রক্ত দিল জোয়ান, অশ্রু দিল মা
বিশ্ব দেখাল স্বসম্মান।
রফিক শফিক জব্বার বরকত সালাম
এক একেকটি নয়রে শুধু নাম
এদের মাঝে জড়িয়ে আছে হাজার লক্ষ কোটি উচ্চারণের প্রাণ!
রফিকুল ইসলাম আর আব্দুস সালামের
অক্লান্ত পরিশ্রমের বিনিময়
বিশ্ব সভায় হয়েছে সার্থক
ভাষা শহীদ গাজীর জয়
মায়ের দুচোখের অন্তত যৌবনা অশ্রু ফোয়ারার সার্থক জয়।
বায়ান্নর আট-ই ফাল্গুনের বাংলা ভাষা
অনেক আগেই হয়েছে নামে সর্বজনীন
হয়নি দেশের দাপ্তরিক বিন, হয়নি তাই
ভাষা শহীদ গাজীর আশা পূরণ,
কীভাবে তাই যুবক জোয়ান; যুদ্ধাহত দামাল গাজী
বিশ্ব সভার দাপ্তরিক ভাষা "বাংলা চাই"
সেই দাবিতে হবে সোচ্চার
ধরবে না হয় জীবনটা বাজী!
বলতে পারো আজিকার শফিক রফিক
ক্ষুদিরাম ধীরেন্দ্রনাথ পাজি কিংবা গাজী।
কবিতাটি লিখেছিলাম
21/02/2013