এগারো প্রাণের কান্নায়
ক্রিকেট বাংলা গুমোট
লজ্জিত হারের ভয়ে আজ
শুকিয়ে গেছে লাল সবুজের ঠোঁট!!
জাগো জাগো জাগোরে টাইগার বীর দর্পে এবার
ভয়ভীতিহীন নব যৌবনে,
এখনই সময় ঘুরে দাঁড়াবার!!
ওরে বাংলা টাইগারের সাহসী দল
আজ থেকেই হোক না শুরু নতুন বিজয়;
ষোল কোটি মানুষের অভয়াশ্রমে
অগ্নি দগ্ধের উপশমে
অবরুদ্ধ নিবাসে
বিপন্ন মানবতা আর ভূলুণ্ঠিত ধর্মীয় মূল্যবোধের সংসারে
চাই শুধু আশাটুকুর জয়।
জানি হার মানবেই সব ভয়
আশার বুকে ঘুরে দাঁড়াবেই,
বিজয়ের কেতনে এতটুকু "যদি" ভয়ের হবেই ক্ষয়।
আজি ওঠো একসাথে জেগে
বিশ্ব ক্রিকেট ধরায়!!
বাজিয়ে দিলাম আমি
ষোল কোটির যে সানাই;
সেই সানাইয়ের সুরে সুরে নাচতে হবে তোমায়!