ঘঁনিয়ে এসেছে আঁধার
জাগবে এখনি ভোর
জাগো জাগোরে নিস্তব্ধ শোকাতুর!
সুশান্তি সুখের দিন
নাই আর খুব বেশি দূর!
এলো বলে স্বস্তি সুমধুর!
মন থেকে জেরে ফেলে শোক-দুঃখ
জাগো জাতির বিবেক উৎসাহী উৎসুক!
কাটবে এখনি দুভোর্গ, জাগবে স্বস্তি-সুখ
স্বস্তি সুমধুর বরণের কর আয়োজন
দুঃখিনীপুরের নিঃস্ব, শত ব্যাথিতের দল
কালো আর নীল শিরের হবে-ই পতন।
আবারও উঠোনে জুড়ে ফোটবে ফুল, হাসবে সকল
আকাশে বাতাসে পাতালে ভাসবে তাঁর সুভাষিত সু-ঘ্রাণে!
শ্বাস প্রশ্বাস গাহিবে স্বস্তির জয়গান
উল্লাসে মাতিয়ে আপন পর প্রাণ,
শক্তি সাহসে ভরপুর করে মনোবল।
পশ্চিমা আকাশের সূর্য
পূর্ব দিকে উদিত হবে-ই
ভোরের সিক্ত নির্মল বাতাস আসবেই
উড়িয়ে নিরবেই ব্যথা বেদনা আর হতাশা!
জাগো মনে নিয়ে সেই ভরসা।
ঐ দেখ অমবশ্যা রজনীর কেমন সর্বনাশ
সন্ধ্যা মালতির করুণ বিলাপ
ধলপ্রহরীর বিজয়ী উল্লাস
প্রভাতের নব বিলাস!
জাগো, জাগোরে আজ সকল নিরাশ!