উল্লাস আজ চোখ বুজেছে
ঘুমিয়ে আছে সুখে
আর কখনো ফিরবেনা সে
বাংলা মায়ের কোলে।
মায়া মমতা আজ চোখ বুজেছে
করুণ নিষ্ঠুরতায় মশগুলে
কখনো কী ফিরবেনা আর সে
মা মাটি আর মনুষ্যত্বের শূন্য কোলে?
মানুষ হয়ে মানুষ মারে
পশুপক্ষীও যা না করে
আদমের দিনাতিপাত
আদমেরই আঘাতে আঘাতে জর্জরিত
ভালবাসার বিনিময়ে জীবন মরে ঝিমিয়ে।
মানুষ আজ বড়ই নিরুপায়, নির্দয়, নিষ্ঠুর
সোনালি স্বপ্ন আপনে সাঁজতে বিভোর
কে আপন, কে পর?
কীসের আশায় এই শহর?
রচনাকাল:-
৪ই মে ২০১৩ইং
হালিশহর, চট্টগ্রাম।