শব্দে ও আছে কঠিন নিস্তব্ধতা
হূদয় পাতো অর্থ পাবে
অমাবস্যায়ও শিশির ঝরে
ছুঁয়ে দেখো অতীত পাবে,
হে তাতেই আবার
নতুন কোনো ইতিহাস রচিবে।

প্রখরতা বিনেও পিয়াস জাগে!
এতটাই জাগে পিয়াস
পুরো আটলান্টিকের জলও
চুমুকের কাছে হারে!
হ্যাঁ এতটাই পিপাসার্ত
কখনো কখনো তুমি আমি
আমরা সবাই মরু সাহারা
স্বার্থের আঘাতে জিন্দা মরা।

তুমি বিজয়ী,
মেনে নিয়েছি কতবার,
মানি যত চাও তত বার
তবুও বন্ধ কর অজুহাতের করমর্দন।
জিতেও শান্ত নও কেন?
কেন? পরাজয়ের গ্লানি কাটে না;
প্রতিশোধ পরায়ণ তোমার
জেতা চাই আরো কত আর?  

তুমি জয়ী,
তারপরও অপরাজিত আমি,
জয়তু আমার আমিত্বের।।