চাঁদ ঘুমালো, রাত ঘুমালো
ঘুমালো সব মানুষ আর পাখি
শুধু ঘুমালোনা মোর দুটি আঁখি।

আজকাল শুধুই বিনিদ্রায় কাটছে সময়
বেহুলা সুরে গাইছে গান জীবনযৌবন্ সায়  
আমি একা বসে আছি বড়ই নিরুপায়।

সময় বড় নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর ভাই
তারচেয়ে বড় এই অধমের 'আপন' সানাই  
সুরের অ মূর্চনায় মধু আহরণে আছে সবাই
শূন্য খোলে বিরহ বেদনার ছাই।


রচনাকাল :-
২৮শে মে ২০১৬ইং
বাথা, রিয়াদ, সৌদিআরব।