নীরবে নিভৃতে জ্বলি আমি
একাকীত্বেই পুড়ি একা আমি
বিরহ বেদনার নীল আবরণে।
একা ঘুরি
এক ফিরি
একাই হাসি আর কাঁদি
নীরবে নিভৃতে একাকিত্বের শৃঙ্খলে।
বান বিষাদের জলে ভাসি আমি
দক্ষিণামলয়ে ভাবনায় মজি
আমিত্ব নগরের এই ভীড়ে।
নিঃশ্বাস হাওয়ায় উড়ি আমি
বিশ্বাসের প্যারাস্যুট ধরে
থেমে যায়! তবুও থেমে থাকি
মহাপ্রলয় ঘটা ঝড়ে।
একা ভাসি
একা উড়ি
একাই জীবন মরণের বাজিতে হারি জিতি
একাকিত্বের নীল সাদা আবরণে।
আধাঁরে নয় নীল বিষে হারায় আমি
পূর্ণিমা, অমাবস্যার রাতবিরাতে
জোনাকি কিংবা চাঁদ সূর্যের আলোরাও থাকে দূরে চিরদিনের আড়ি যেন তাদের সাথে।
একা ঘুরি
একা ফিরি
একাকিত্বের নির্জনে
নিলের আবরণে
অজানা কোন গোপনে ।