দুর্বিত্তায়ানের আগ্রাসনে
স্বপ্ন সুন্দর মিছে মণি
করুণাময় জীবনের প্রতিপাদ্য
মৃতপ্রায় শান্তি সৌহার্দ্য।
কত আপন এই দুর্বিনীত দুর্বিষহ
কল্পনাতীত ..... অদ্যাবধি
চিবুকে জল, চেহারায় জল
জলময় ষষ্ঠাংশ
তবুও জলহীন, ধূলিকণাহীন
রূক্ষ নয় স্যাতস্যাতে নয়
এ কেমন কাম্যহীনতার জয়?
গৃহসজ্জায় অগ্নি অনির্বাণ
চিত্তেশ্বরীতে নিরবিচ্ছিন্ন হাহাকার
পশুত্ত্বে জল্পনাকল্পনা করুণ অসার
লজ্জিত লজ্জারা নিরব নির্বিকার।
কি অদ্ভুতুড়ে....
তাই বুঝি?
নিয়তির খেলা বুঝি এমনি হয়
দিনগুলি রাত খুজেঁ লয়
পূর্ণিমা তো আর রাতের নয়
অমাবস্যা যদিও বা তার হয়।
মনুষ্যত্বহীন রাজার রাজত্বে
আমি আবার কোন সে সুন্দরের পুজারী?
পিশাচেই তো গর্বিত, বিজয় মাল্যপ্রাণ
দ্যোহিতদের এটাই আবার শ্মশান।