এসেছে কান্নার দিন
শ্রাবণ মেঘের বলে
বুঝে নাও
এই ছিল তোমার পাওনা ঋণ
তবে কেন খুজঁতে চাও গরমিল?
আজ কাল প্রাপ্যতা খুজঁতে নাই
খুঁজতে হয়না
কে কখন প্রাপ্যতা বুঝিয়ে দেবে
কেউ বলে না, বলতে চাই না
বলতে যদিওবা নাই মানা।
হতভম্বে কখনো বুঝে নিতে হয়
কখন কিসের প্রতিদানের এই প্রাপ্যতা?
সফেদের নাকি নিল লালের চাহনি
নাকি দূরবর্তী কোনো কল্পনাতীত?