রাজনীতি আর নেতা নেত্রী
জাতির অস্তিত্বে ধরে দিয়েছে টান
বেঁচে থেকেও আজ পারছিনা বাঁচতে
এসেও ঘঁনিয়ে আসছেনা অবসান!
বার্ণ ইউনিটে কাতরাচ্ছে শিশু বৃদ্ধ নারী
সবুজ মিলিয়েছে লাল রক্তে;
লাল বীভৎসতার নির্মমতায়।
কবে দেখেছিলাম পূর্ব রোদের হাসি
বঙ্গীয় মৃত্যুর দোয়ারে
নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ হাসি
কবে দেখেছিলাম? মনে নেই।
মনে থাকারও কথা নয়!
জন্মের পর থেকেই যে দেখেছি বীভৎসতার আধিপত্য
যদিও সময়ে অসময়ে দূর থেকে দেখছি তারে
একান্তে পায়নি কভু এই শহরে
শুনেছিলাম বাপ দাদার মুখে মুখে
এই গাঁয়েও নাকি একদিন
অনেক সুখ সাচ্ছন্দ আর স্বপ্নসন্ধ্যাণীর বসবাস ছিল
ছিল সর্বত্রই বিস্তৃত অসাম্প্রদায়িক মনোভাব
কেউ কাউকে ফেলে যেতনা এক কদম সামনে পিছে
আজ কেন সেই সবই মুমূর্ষু অতীত,
আর বালির তৈরি পিরামিড?
রচনাকাল :-
২৭ই ফাল্গুন ১৪২৫বঙ্গাব্দ।
১১ই মার্চ ২০১৯ইং।
তাবুক, সৌদিআরব।