কি দরকার পুলিশ কাষ্টুরি, বিচারালয়ে মুহুরি,
ফাঁসির নিরব নির্মম মঞ্চ,
কয়েদি খানার নিল রঙ্গ
হলফনামায় লিখা নীতিকথা বানী
ভেঙ্গে পেল আজ সেই সব নির্বাক নিয়মনীতি
খুলে পেল গা থেকে নামধারী কোর্থা "বসুমতি"।
ফিরিয়ে দাও খোদার প্রাচীন সভ্যতা
আদিম অশৃঙ্খলতার বাস্তবতা
চাইনা আমি তোমাদের এমন আধুনিকতা
নয় বছরের শিশু কন্যা ধর্ষিতার ব্যথা
শত গাজার চিৎকার, হাজারো লোহিঙ্গাদের হাহাকার
ক্ষমতা লাভের দ্বন্দে স্বাভাবিকতার ছারখার।।
আমি চাই খোদার দেয়া সেই পৃথিবী
যেখানে ছিলনা কোন অশুভ রবি দুঃস্বপ্নের বসতি
কারবালার প্রান্তর, হিটলার মোসোলিনির অন্তর।
আমি চাই প্রভুর দেয়া সোনা ফলা সেই উদ্যান
যেখানে বীজ বুনিলেই জাগবে প্রাণ!
সবলহীন সবাই, সবাই ভূবন শৈবাল
ইবলিসের সঙ্গীহীন বেঁচে থেকেও রবে মৃত প্রাণ।।
চাইনা তোমাদের ছল ছাতুরীতে ভরা
নূন্যতম নিরাপত্তাহীন এডভান্স ধরা
ফিরিয়ে দাও আমায় প্রভুর দেয়া
বাঁচাহীন মৃতহীন আদিম অন্তরা।
যাতে নেই কোন মম মানা
তব'র কি আছে কোনো, কেমন বাধা?
কি দরকার নামদারী পঞ্চায়েতের
দুদকের বেনার, বিশ্ব জাতিসংঘ পরিষদ
যেখানে পঞ্চায়েতের প্রধান অসৎপতি,
বিতাড়িতের অন্তর, নব্য নানান অপরাধের প্রখর।
দুদকের বেনার কালো কালিমায় ভরপুর
বিশ্ব জাতিসংঘ শক্তি সামর্থ্যহীন অসার নূপুর।।
মানবতা জেগে আছে ধরাতে নাশে
আশে কিংবা পাশে অনুভবহীন দূরত্বে
শুধু নেই স্ব স্ব নিজেতে!
কি দরকার তবে এত সবের??
চাই না আমি কিছুই তার
চাই শুধু আজ সেই আগের আদীম অন্তর
নতুন করে চাইনা সাজানো সুন্দর
চাই শুধু আজ আদি অন্তর, আদি রঙ্গ মঞ্চের শহর
চাই না তবুও এই বীভৎস করুণ প্রহর।
কালো পিচে রক্তের স্রোত ভাইয়ের হাতে বাবার মৌত
পথে-ঘাটে-মাঠে-ঘরে, আপনে-পরে
লাঞ্চিত, অপমানিত, মুমূর্ষ ইজ্জত!
ধর্মীয় মূল্যবোধে ভুলূণ্ঠন, ভূবন জুড়ে হাহাকারের শন শন
অনাগত সন্তানের মৃত্যু কামনায়
হাজারো পলির কণ্টকাকীর্ণ চূর্ণ স্বরণ।
নারী, ধর্ম, জনক লাঞ্চিতের ঘটনায়
প্রতিবাদহীন প্রণয়োপাখ্যান, আশরাফুল মাখলুকাত গুণ্ ম্লান
বিবর্ণ বিবস্ত্র শান সৌকত আর মান সম্মান!!
রচনাকাল :-
১৫ই মে ২০১৫ইং
রিয়াদ, সৌদিআরব।