তুমি যখন কাঁচা হলুদে কচি লাউয়ের মতো বেড়ে উঠা শরীর আর মেহেদীর রংয়ে রাঙাবে দুটি হাত,
সঙ্গে আলতায় দুধে মাখা দেহটার ফুটপাত
তখন কি একটি বারের জন্যেও আমি-আমার প্রেম
তোমার সদা সুখ বিলাসী মনে এতটুকুও কাটবেনা দাগ,
বুক ফেটে বেড়োবেনা একটিও দ্বীর্ঘশ্বাস?
তুমি যখন লাল বেনারসির ঘোমটা দিয়ে
আমি ছাড়া অন্যের সাথে
বিয়ের পিঁড়িতে বসবে সুশ্রী সুনয়নার মত
একবারও ভেবে দেখেছ কী কভু
তখন কি হবে এই আমার?
পরিচয় প্রহরের প্রথম থেকে শেষ শপথেও
এই কি ছিল চাওয়া-পাওয়া তব মম মনে
তুমি আমার হৃদয় ছিড়ে হবে অন্যের
তোমাকে হারিয়ে জীবন প্রাতেই
সুপ্ত মন ত্যাগী সন্ন্যাসী জীবন হবে আমার?
শত মাস যার সাথে ভালবাসা দেয়া নেয়া করে ছিলে এই শহরে
কেমন করে কোন সে মায়ার টানে সে আমাকেই পর করে
আজ বাদে কাল যাবে অন্যের ঘরে!
সেকি তোমার বিবেকে বাঁধেনা-
করুনার মায়াটুকুও জাগ্রত হয়না!
যাকে নিয়ে কলেজ ক্যাম্পাসে-
পার্কের লেকে বসে স্বর্গ সুখে ঘর বাধাঁর স্বপ্ন বুনতে
যে বুকে মাথা রেখে বলতে সদা ভালোবাসি ভালোবাসি-
"এবুকেই যেন করে বিধি মরণ আমার! "
আজ কোথায় সে স্বপ্ন দেখা আর পাষণ্ড মুগ্ধ করা প্রার্থনা?
সেকি ভেবে দেখেছ একবার?
নাকি তাকে শুধু একটি নিচক অতীত ভেবে ছুড়ে পেলেছ
অন্ধ ময়লা আবর্জনার ধ্বংস স্তুপে।
নাকি সত্যি সত্যিই ভাবার সময় পাওনি?
পাত্রস্থ্য না হওয়ার ভয়ে নাকি টাকা পয়সার লালসে
নাকি একার সুখ খোঁজতে খোঁজতে
কখন যে বেলা গেল ঘনিয়ে তোমার সে খেয়ালই ছিলনা?
কোন একদিন না দেখিলে আমায়
কতই না ব্যাকুল আর অস্থির হতে সেকি মনে আছে?
এখন বুঝি তেমন কর না আর?
এখনো কী ভেবে দেখনি নাকি ভাবতে চাওনি
যাকে মন প্রাণ উজাড় করে ভালবাসা যায়
কি করে সেই তাকেই ভুলা যায়!
যার সুখে হাসা যায়, দুঃখে কাদা যায়,
কি করে আবার তাকেই কাদায়!
তোমার কী এখনো ভাবার সময় মেলেনি
যাকে সহসা বুকে জড়ানো যায়
তাকে কি করে দূর থেকে দূরে ঠেলে দেয়া যায়!
ভাবার সময়টুকু কেন যে পেলেনা
মনে হয় পেয়েও হারালে হেলার খেলায়
যদি কখনো ভাবতে চাইতে ওগো
পারিতেনা করিতে এমন ছল ছাতুরী আমার সাথে।
আমার স্বপ্ন গুলো আজও তোমাকে ঘিরেই
আজো আছে সেজে সেই আগের মতোই
কি করে বল সেই তোমাকে ছাড়া  
নতুন স্বপ্ন বিভোরে বাঁচতে শিখি?
বলতে পারো ও পাষাণী?
আমার হৃদয়ের উজাড়িত সকল ভালবাসা
সপে ছিলাম যবে তোরই তরে
ভাবিনি কেন একবারের জন্যেও এই করছি ভুল
কেন তোকে অন্ধ বিশ্বাস করেছিলাম?    
শুধু তোকে ভালবাসি বলে শুধু তোকে মন প্রাণ দিয়েছি বলে!!
জানিতে পারিনি তোর পিরিতেই করছি মস্ত ভুল
সেই ভুলের মাশুল গুনে গুনে যাবে বাকিটা বিকাল।
  

রচনাকাল :-
১৫ই মার্চ ২০১৫ইং
রউদা, রিয়াদ, সৌদিআরব।