বন্ধু তোমার মাথা ভরা টাক
চোখে মুখে ভালোবাসার ঝনঝনানি
বুকে স্বার্থ ব্যাথার নিয়ম আঘাত
নতুবা অবলোকন আলোকিত পরমেশ্বরী
তুমি যেটুকু এখনো অবশিষ্ট সবটাই সুধা
স্বার্থসিদ্ধি কিংবা ধর্মান্ধতা তোমার নই
তুমি মহানের আরাধ্য, বিকশিত প্রণয়।
কি অদ্ভুত!
নিদারুণ পাষণ্ড দুনিয়ায়
ওরা বিনয়ী ওরা আমিত্বা সর্বজ্ঞা
ওদের অবজ্ঞা করবে বলে
করেছে যে ক'জন প্রতিজ্ঞা
আমিও বন্ধু তোমার সেই একনিষ্ঠা।