আমি বাংলা ভাষা বলছি
বায়ান্নর আমাকে মনে আছে নিশ্চয়ই ?
তরতাজা রক্তে লেখা সেই গল্প কবিতারা
এখনও প্রকাশের অপেক্ষায় থাকা পান্ডুলিপি!
এখনও এই বঙ্গের বুকে
বিভাষীরা বিজাতীয় উৎসবে মাতে
হাম তুম হুয়াট আপন মাতার ঠোঁটে
এখনও শুনি এই বহমান আলো-অন্ধকারে
রফিক শফিক সালামের শ্লোগান!
হে আমি বাংলা ভাষা বলছি
এখনও আমার চলার পথে
বর্বরোচিত নির্যাতনের বাঁধা;
নির্বাসিত সুপ্ত আমি?
দূষিত আমার প্রাণ।
অ আ এখনো এখানে ওখানে
দম ভরে চটফটে নিশ্বাস নেয়
সংক্রমিত জীবনের খুঁজে শ্রেয়!
কার্জন হল জিন্নাহর সেই ভাষণ
এখন আর না শুনলেও
ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত না হলেও
ভাষার সুশ্রীতে অহরহ ঘটছেই রক্তক্ষরণ
শহীদ বেধিতে ভয়ের কম্পন।
আমার অ, আ, আমার ক, খ
এখনও আহ্ করে, কাপতে থাকে।
এখনো আমি হারিয়ে যায়নি
তবুও শুনি আশার জয়ধ্বনি
শুনেছি আমি
সংশয়ী মনের চিৎকার ;
দেখেছি , অন্য এক স্বপ্ন
কৌতুহলী দুঃখের চোখে !
রচনাকাল :-
২১শে ফেব্রুয়ারি ২০১৭ইং।
আরজার, তাবুক, সৌদিআরব।