কখনো কখনো সময় কাটেনা
মৃতময় সীমাহীন চলতেই থাকে
কখনো কখনো মৃত্যুর আলিঙ্গন
বাঁচাতে পারে নিস্ক্রিয় আপনাকে।
আপনি মৃতময় নাকি নিস্ক্রিয়?
ঘৃণিত নাকি প্রিয়
-সবই ভাগ্যক্রিয়া।
আহ্ রে জীবন
রংধনু মহাপ্রলয়
দিবানিশি করোনার আশ্রয়
তুমি আজ অভিশপ্ত সূর্যোদয়।
রচনাকাল :-
২১শে মে ২০২০ইং
তাবুক, সৌদিআরব।