ওহে শূন্য হে ভুবন মাত্রা তৃণাক্ষর
বিশ্বাসে মালয় ভালোবাসা তেপান্তর।
নিশ্ব পরসে যখন নাচে মনত্রয়,
যায় কে চলে যায় ধরা থেকে
ডাকিয়া নিয়াছে কে তারে.?
মালিক জাহান ওরে সে বিশ্বমালয়।
আজ আমার চোখে ছাপ কেন,
বাধা কেন ত্রিভুবন.?
মাটির নিলয়ে অশ্রুর শিখা
খেয়ে চোসে উঠেছে দেখ,কি সবুজ বৃক্ষ।
আমার যতনে ওহে তোরা আয়না জড়ায়ে
কহিনু কথা, সে নতুন বৃক্ষ তৃণলতা,
গন্ধে দেহ মাতাব আমি বিশ্বজোয়ার
ধরা' তোর গলা জড়িয়ে।
আমার আকুল প্রাণে, ঐ নিবু নিবু তরা.!
আলোকবর্ষ ছাড়িয়ে, আজ নিথর আমি,
সব ছাড়িয়ে। ওহে সব ছাড়িয়ে।।
মোহাম্মদ সরকার। তারিখ লিখবোনা।
পদার্থবিজ্ঞান বিভাগ।