তোমাকে বলেছিলাম তোমাকে একবার দেখিতে চাই,
তুমি দেখাও নি। বলিয়াছ ;
আমি আমাকে কখনো কাউকে দেখাইনি।
তুমিও দেখিতে পারিবে না।
আমি মাঝে মাঝে আকুতি মিনতি করিয়া,
আমার সর্বত্র কমস খাইয়া,
দুই হাত তোমার সমীপে দরিয়াছি।
তুমি তার পরেও মুখটি লুকাইয়া রাখিয়াছ।
বলেছ, আমাকে কেউ দেখিতে পারেনি,,
পর্দার দোহাই দিয়া বলেছে, পারিবে না,,!!
আমি তোমার মহত্ত্বের জন্য দোয়া করিয়াছি।
অথচ আজ,
তুমি তোমার ছবি দেয়ালে দেয়ালে টানিয়া রাখিয়াছ।
যে তোমাকে দেখিতে না চায়, সেও হয়তো দেখে।
সেখানে নেই কোন শর্ত নেই কোন উপমা.!
আচ্ছা, তুমি আজ নিজেকে সবার মাঝে কেন দেখাও.?
একটু অবাক হই সেটা কি জানো,
কয়টি আর বছর পাড়ি দিয়াছি
এর ব্যবধানেই তুমি আজ নিজেকে ভুলে গিয়েছ.?
যে আমি তোমাকে দেখিতে চাইতাম
তোমার হাজার প্রশ্নের উত্তর দেওয়ার শেষে,,
ঠিক তখনি বলিতে, আমাকে কেউ দেখেনি।
দেখিতে পারিবে না।
আজ আমিও তোমাকে দেখি, অন্য সবার মতো করে,
তোমার সেই দাম্ভিকতা, ব্যক্তিত্ব কোথায়.?
সময়ের সাথে সাথে তা হাড়িয়ে ফেল নি তো.?
হা হা, তোমাকে এখন যতবার দেখি ততবার হাসি পায়,
ভুল করে বলে ফেলি, এ যেন হাসির পাত্রী।
পরনিন্দা করি না মনেই রাখিয়া দেই,
পৃথিবী বড়ই আজব। আজব করিয়াছে মানুষ।
পদ্য কবিতা "তোমাকে দেখিতে চাই"।
মিরপুর, ঢাকা।