তোমারি প্রান্তে দাড়িয়েছি আজ
গুনাহ্ সকলি নিয়ে,
রহমতের দৃষ্টিতে করিবে কি মাফ?
সেজদায় আছি দেখ মাথা লুটিয়ে।

তোমার দয়া যদি আসে না নেমে
পৃথিবীর তীক্ষ্ম একুলে-ওকোলে
ক্ষমা চাহিতে কার কাছে যাবো,
পরিসীমানায় তুমিই যে শেষ সমীপে।

বাহুদ্বয়ে উঠিয়ে হাত, তোমারি চরণে
ভিক্ষা চাহি গো, সবিনয়ে ক্ষমা
কবুল করো গো তুমি, অধমের প্রার্থনা।

শক্তি দিয়াছো তুমি, ঢালিয়া দিয়াছো মহিমা,
ধোকায় পরিয়া, হৃদয় গিয়াছে মরি
হতাশ হইনি দেখ, জড়িয়ে দড়িয়া রয়েছি এখনো,
তোমার কুৎরতি পা।