আমরা লক্ষ্য থেকে না যাই যেন
বিপথগামী হয়ে,
সত্য দুয়ার পথ দেখাইয়ো
সরল পথে চেয়ে।

আমি হইনা যেন
মানুষ হয়েও অমানুষ যারা হয়
আমি থাকিনা যেন মিথ্যার বুকে,
সত্যের মুখে ক্ষয়।

সহজ কিংবা কঠিনে ওরে
সোজা হয়ে চলি সদা,
মিথ্যার তরে রাজি হলে মোর
মাথা যেন পরে কাটা।

যে পথে চলিলে স্বর্গ ভাসে
জয়ধ্বনি তোলে লোকে
সে পথ যেন হয় মরণ তরী
জীবনের আত্মত্যাগে।



পদার্থবিজ্ঞান বিভাগ&২৬
মোহাম্মদ সরকার
সরকারি বাঙলা কলেজ,মিরপুর ঢাকা।