একটি দেশের সাতটি রাজা,
জীবন দিয়ে গড়ল তারা,
একটি সোনার বাংলা।

ত্রিশ লক্ষ্য জিবন নিল
রক্ত ক্ষয়ী যুদ্ধ হলো,
পাক-বাহীনি কতো এলো,
নিতে পারলনা এ বাংলা
সাতটি রাজা জিবন দিয়ে গড়ল এ যে বাংলা।

মায়ের জানের এক টুকরো ছেলে,
যুদ্ধে যাবে আনতে জয়ে.!
জননী মায়ের চোখ বিজেছে,
সত্যি.!আনবি কি এ বাংলা,?

যারে বাবা যা রে উরে,
জীবন দিয়ে আনবি তারে, আনবি রে এ বাংলা।

আর থাকিবনা নত হয়ে
থাকতে চাই এবার স্বাধীন হয়ে
দেখিতে চাই স্বাধীন বাংলা।


Phy-Mohammad Sarker
Bangla College, Mirpur Dhaka.