শত প্রাণ মোর ভাই,তোমারে লয়ে গান গাই,
২১শে ফেব্রুয়ারী.!
রক্ত বাসিয়ে দিয়েছিলে জিবন,
রাস্তার রণপথ দরি।

তোমারি জিবন প্রাণ-দানে ওগো,গাহি বাংলার গান,
ঘুমিয়ে রয়েছো মাটিরও তরে
কি দিয়ে শুধাই এ মূল্য পূরণ.?
রক্তবেজা সে জামা, এখনো তোমার গায়।

বলো শহিদে ভাই, তোমারি চরণে এসেছি আমি,
শূন্য হাতে কি দিয়ে মিটাই.?
যদি যাইবার তরে করিতে বরণ,ফুলের তোরণ, রাখিতাম তোমার পায়।

অশ্রুর সে বেজা বারে ক্ষণে এসে কড়া নাড়ে
লাল রক্তের সে টিপ, দেখিতে এসেছি
জড়িয়ে দরিতে সে মিনার,
তোমার পরশ যদি তা খানিক মিটে।


শহিদের স্মৃতিচরণে
২১/০২/২০২৪