ঢঙী তোমার নাকের নোলক কই?
আমি শুধু বন্ধু তোমার, পিরিত বন্ধু নই।
তাই বুঝি গো সকাল বিকাল জ্বালাও!
তোমায় আমি টিকলি দেব, দেব বকুল মালাও।
ঢঙী তোমার চোখের পাতায় ঘুম,
আমি আসি? আলতো করে দেবো চোখে চুম।
তোমার ঠোঁটে গোলাপ ফোটে বাঁকা চাঁদের মতো
চাঁদের হাটে জোছনা বেচি, লুকিয়ে বুকের ক্ষত।
ঢঙী তোমার গলার তিলে বিষ,
বিষের নীলে আমি দিচ্ছি শিষ।
নোলক দিব, টিকলি দিব, দিব প্রাণের দাম;
ধৈর্য ধরো আর কটাদিন, পৌঁছে যাবে খাম।
নীল খামে পাবে তুমি হাজার রকম প্রেম,
সাদা খামে খবর পাবে আমি হারালেম।
সবুজ খামে তোমায় দিব, একশ তারার আলো;
বুঝবে তখন তোমায় আমি কত বাসি ভালো।