সাবধানে থেকো মেয়ে,
এখানে ওখানে ওঁৎ পেতে আছে হিংস্র হায়না;
ওদেরকে দেখা যায়, ধরা যায়, চেনা যায় না।
বলছি তোমায় মেয়ে,
রঙের দোলায় দুলছো বেশ, সব পেয়েছ কাছে;
ঠুনকো মামলায় দিন গেলো যে, মন্দ বলে পাছে।
ভালোবাসায় যে জড়ালো, তুষ্ট হলে আজ;
দিনশেষে বুঝবে তুমি, সে তো ধাপ্পাবাজ।
নিজেকে গুটিয়ে রেখো মেয়ে
আশেপাশে দেখছ যা, তা কিন্তু তা নয়;
চোখ শাসিয়ে তাকাবে যখন, লোকে করবে ভয়।