চারপাশ থেমে গেছে? তো কী হয়েছে?
চল এবার মেলা হতে ঘুরে আসি।
কথা দিচ্ছি- নাগরদোলায় চড়তে গেলে নিষেধ করব না,
ঝুনঝুনির ঝনঝনানিতেও বিরক্ত আর হব না;
তুই যদি রঙিন আইসক্রিম খেতে চাস
যদি আইসক্রিম খেতে গিয়ে ঠোঁট আর জিব রঙিন করে ফেলিস
তবুও আমি রাগ করব না।
যদি পথের ধারে গুড়ের জিলাপি খেতে ইচ্ছা করে তোর
যদি চড়কিতে ঘুরতে গিয়ে মাথা ঘুরিয়ে ধপাস করে পড়ে যাস
তখন না হয় আমার বুকটাই পেতে দেব, তুই মাথা রাখবি
তোর চুলগুলো আমার মুখের উপর আছড়ে পড়বে
চুলের সুবাসে আমিও কিছু সময়ের মাতাল হব
বিশ্বাস কর- এই পাপী হাত দিয়ে তোকে স্পর্শ করব না।
মেলা হতে ফেরার সময় তুই যদি বায়না ধরিস, ঢোল কিনবি
কিনে দেব; একটা, দুইটা, তিনটা চাইলেও কিনে দেব।
কটকটি আর নিমকি যদি খেতে চাস শব্দ করে
তবুও আমি রাগ করব না।
তোর জন্য যদি এতটুকু ত্যাগ করতে না পারি
তবে কেমন প্রেমিক হলাম! বলতে পারিস?
তোকে নিয়ে মেলায় যাব
নদীর তীরে বটের তলে বিকেলবেলার আবছা আলোয়
ঘুরতে যাব, তুই আমার হাতটি ধরে এগিয়ে যাবি
আমি তোর পথটা ধরে সামনে যাব
তোর পিঠের ঐ নকশা দেখে হারিয়ে যাব
আমাকে তুই হারাতে দিবি? হারিয়ে যাব।
হারাতে দিবি? হারিয়ে যাব।