শান্তির পথে অন্তিম যাত্রা
---------------------------------
একদিন এক অনুরোধের সান্ধ্য বাতাসে ভর করে
আগুন লাগা ভোরের কানে শিষ বাজানোর পরে
রিমঝিম বৃষ্টি ফোটায় সেতারের সুর তোলা গানে
শেষকৃত্যের আয়োজন সাজানো লোকেদের ভীড়ে
শূন্যতার ছবি দেখে কেউ হয়ত চমকে উঠবে।
চমকে ওঠো না কেউ যেন!
অনিশ্চিত যাত্রা যতটুকু বেঁচে থাকা
মৃত্যুই যেন প্রশান্তির অপর নাম।
একদিন এই হিসাবের খাতার অপর পৃষ্ঠার অঙ্কিত স্বাক্ষর
সুস্পষ্ট সীলমোহর আর গোপনীয় দলিলের জটলা
নয়ত কিছু অলিখিত অতি ব্যক্তিগত ঘটনাগুলো পাশ কেটে
চলে যেতে হবে অমোঘ, শান্তির পথ ধরে নিশ্চিত গন্তব্যে
আমি এই পথ ধরে চলে যাবো চিরস্থায়ী শান্তির মহা জগতে।