প্রস্থান কিংবা প্রতিশোধের কাব্য
---------------------------- -----------------

বিনা নোটিশে, ফিরে যেতে হলো,
তাই বলে ভেবোনা চলে গেছি
ক্ষণিকের প্রস্থান চলে যাওয়া নয়,
ভালোবাসায় বেঁচে থাকায়, ভয় হয় ভয় হয়।

ফের কোন একদিন অজানা নীল খামে চেপে
কিংবা চৈত্রের দুপুরে কোকিলের সূরে ভেসে
তোমার উঠানের জামের ডালে
সফেদা, নাশপাতির চিরল পাতার ভাঁজে
উঁকি দিয়ে যাবে প্রেম,
সেটাই আমি, যুগেযুগে আমাকে সেখানেই পাবে তুমি।

সেইদিনও আমি ফিরে যাবো
কোকিলের কুহু তান আর মিছে অভিমানগুলো ভুলে
ডালিম ফুলের মতো ঠোঁটের মায়া ছেড়ে
লাউডগা বাহু আর বাম পাঁজরের ব্যথা ভুলে,
ক্লান্ত ডাকপিয়নের ঘামেভেজা ফ্যাকাসে খামে
চলে যাবো দূরে কোথাও,
পাবে না'ক আর পাবে না'ক তুমি
খুঁজে খুঁজে অস্থির হবে- এ হবে আমার প্রতিশোধ।