যতটুকু অপবিত্র ছিলাম
যতটুকু কলঙ্কে ভরা ছিলো মন
তারচেয়ে বেশি পবিত্রতার শপথে
তারচেয়ে অধিক পরিশুদ্ধির আশায়
মাথা নোয়াই;
হে অন্তর্যামী- অতৃপ্ত আত্নায় শান্তি দাও।
যতটুকু অন্যায়, যতটুকু অবহেলা
নিজের সাথে করে গেছি এতকাল
তারচেয়ে বেশি অনুতপ্ত হয়ে
অপরাধীর মতো সামনে দাঁড়াই;
হে সর্বজ্ঞ- বিতৃষ্ণ প্রাণে স্বস্তি এনে দাও৷
জীবনের পথে আছে যত অযথা ভীড়,
সবকিছু দূর করে, সুখে ভাসাও নীড়।