মনে কর কোন একদিন হাত ধরে বলেই ফেললাম,
'সাইকো, জীবন তো একটাই, চল প্রেম করি,
পালাই এই জীবন থেকে!'
তুমি কী করবে তখন?
হাত গুটিয়ে নেবে?
ওপাশ ফিরে আর তাকাবে না আমার দিকে?
তাচ্ছিল্যে ভাসিয়ে দেবে প্রেমের সৈকত?
কিংবা বিনাশী ঝড়ে ভেঙে দেবে শব্দ কথার ছন্দ মালা?
নয়ত- কি সামনে এসে জড়িয়ে ধরে বলবে,
'দূর হ হতচ্ছাড়া,
আমি কি এত সস্তা মাল নাকি?
চাইলেই কি পেয়ে যাবি প্রেম, প্রণয়, কাম?'