কবিতা আমাকে কিচ্ছু দেয়নি,
কাছের মানুষগুলোকে শুধু দূরে সরিয়েছে।

কবিতাকে আমাকে ভালোবাসা দেয়নি
দেয়নি কখনো আদর, সোহাগ, কোমল ছোঁয়া।
শুধু মানুষগুলোকে বিন্দুর মতো ছুঁড়ে দিয়েছে দূরে;
বিন্দুটা বক্ররেখা হয়ে পতিত হয়েছে মহাবিশ্ব কণা রূপে।

আজন্মকাল ধরে আমি অপেক্ষায় আছি তার ফেরার
কিন্তু- কালের গর্ভে একবার হারিয়ে গেলে
সে কি কখনো ফিরে আসে?

আসে না,
আমার অপেক্ষাও ফুরোয় না
কেবল বিস্তৃত হতে থাকে সময়ের ব্যপ্তির মতো।