যদি বেঁচে থাকি তবে হয়ত এমন পৃথিবী আর দেখতে হবে না
তখন একটা নতুন পৃথিবী নিশ্চয়ই অদূর সামনে পাবো
সেই পৃথিবীর কোথাও অন্যায় অবিচার থাকবে না
অনাহারে, অর্ধাহারে একটা প্রাণও বিদায় নেবে না
সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিষ্পাপ মুখ নিস্তেজ পরে রবে না সমুদ্রের নোনা জলে স্বপ্ন ভেসে বেড়াবে না।
অত্যাচারীর বিষবাষ্পে তপ্ত হবে না সাইবেরিয়ান শীতলতা
সবকিছু শুন সান নীরবতায় মগ্ন হবে
সকলের সামনে একটা অদৃশ্য আয়না দৃশ্যমান হবে
আত্ন অনুশোচনার সুপার শপে ভীড় করবে অজস্র মানুষ।
মানুষগুলো মানুষের মতো হাসবে, কাঁদবে, চোখ রাঙাবে;
মানুষের মতো কোমল হৃদয় নিয়ে ভালোবাসতে আসবে।
যদি এই পর্বে ভাগ্যক্রমে বেঁচে যাই
তবে এমন একটা পৃথিবী দেখবো নিশ্চয়ই
যে পৃথিবীর আনাচে-কানাচে শুধুই প্রেম, প্রেম, প্রেম।
সৃষ্টিকর্তার সাথে প্রেম, মানুষের সাথে প্রেম, সৃষ্টি কুলের সাথে প্রেম।
যদি এইবার শেষ রক্ষা হয়, তবে-
এমন পৃথিবী আর দেখতে হবে না
এই পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে নোংরা জল
পৃথিবীর পাতায় পাতায় অস্থিরতা আর দখের নেশা
মানুষ জেনে গেছে- যে পৃথিবী নিয়ে এত টানাটানি আসলে সে কারো নয়
যারা ছিল অসহায়, নিপিড়ীত, ক্ষুধার্ত; তারা জেনে গেছে
তুচ্ছ অভিমানে বসে থাকার দিন শেষ হয়ে গেছে
এক অদৃশ্য ইশারায় চাঙা হওয়ার নেশায় মৃত্যুকূপ জনপদ জেগে উঠে
হিসাবের খাতার পৃষ্ঠা উল্টে দেখার মাহেন্দ্রক্ষণে
একে অপরের দিকে তাকায়, দেখে- সবাই একা, একা, একা।
যদি বেঁচে যাই, তবে-
এমন একটা পৃথিবী নির্মাণ করে যাবো
ক্ষুধা থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না;
মাথার উপর অদৃশ্য ছাদ থাকবে, কলঙ্ক মুক্ত চাঁদ থাকবে
অন্তরে নিরঙ্কুশ ভয় থাকবে, হিসাব মেলানোর তাড়া থাকবে।
তারপর সবাই একত্রিত হবে
যদি বেঁচে যাই, তবে- আমিও সেই সমাবেশে স্লোগান দিতে দিতে যোগ দেবো।
'নিজের বলে কিছু নাই,
বড়াই করার কিছু নাই,
অহংকারের কিছু নাই। '
যদি বেঁচে যাই, কেবলই তবে-
নতুন একটা পৃথিবী দেখবো বলে অপেক্ষায় থাকি
আর যদি ফিরে না-আসি, তবে-
তোমাদের পৃথিবী সুন্দর হউক, কামনা করি।
তোমাদের পৃথিবী সুন্দর হউক, সুন্দর হউক, সুন্দর হউক।