তুমিই তো একদিন কবি ও কবিতার বিভেদ এঁকেছিলে
কাঁটাতার ঘেরা সীমান্তের দু'প্রান্তে ফেলে দিয়েছিলে,
নিঃসঙ্গ করে দিয়েছিলে তাদের;
তবুও তোমার শান্তি হয়নি, সুখ পাওনি;
তুমিই বলেছিলে- 'কবিতাকে ভালোবাসলেও
কবিকে ভালোবাসা দুর্বোধ্য, অসাধ্য;
মরিচীকার পেছনে ছুটে চলা কেবল।'
তোমাকে ভালোবাসার জন্য কবিতাকে বিদায় জানিয়ে
কবি'র খেতাব ছুঁড়ে ফেলে দিয়ে একা হয়েছি
তবুও তোমার মন পাওয়া হলো না,
তবুও তোমাকে আপন করে নিতে পারলাম না
অথচ দেখ- না পেলাম তোমায়, না পেলাম কবিতার ছোঁয়া।
অপদার্থ জীবন এমনই হয়,
আলোর পেছনে ছুটতে গিয়ে আঁধারে হারায়,
আঁধারের আড়ালে লুকানো আলোর দেখা পায় না।