আমি জেগেছিলাম
জেগে ছিলো রাত, আদিম উন্মাদনা।
তুমি ঘুমিয়েছিলে,
আমি বসেছিলাম মাথার কাছে;
হাত রাখলাম কপালে তোমার
তুমি চমকে উঠলে,
বুক ধরফর করছে তোমার
ঠিক দেখলাম, বুকের উঠানামা।
বললাম,
"ভয় পেয়েছ?"
তাকিয়ে থাকলে
বললে না কোনো কথা,
তোমার দৃষ্টিতে তখন কাম আর ঘুম একসাথে;
আমি কাম ছুঁতে যাই
তুমি ঘুম ছুঁতে এগিয়ে যাও;
আমি ঘুম ছুঁতে যাই
তুমি কামের রাজ্যে হারিয়ে যাও।