তুমি তোমার মতোই থেকো।
আমি আমার মতোই আছি।
নিজেকে ভালোবাসার মতো বড় কোন আত্মতুষ্টি নাই
নিজেকে ভালোবাসতে হয়,
নিজেকে শুদ্ধ করতে হয়,
নিজেকে যত্ন করতে হয়;
কেউ না বললেও নিজেকে একটু গোছাতে হয়।
কারণে অকারণে নিজের সাথে কথা বলতে হয়,
নিজেকে নিয়ে হাসতে হয়,
সময় সময় কাঁদতে হয়,
ইচ্ছা না করলেও মাঝেমধ্যে নিজেকে সাজাতে হয়।
নিজের সাথে কথা বলার সুখ পেয়ে গেলে,
নিজের সাথে মিথ্যা বলে তুষ্টি পাওয়া সহ্য হলে,
নিজের সাথে নিজের কথা অবলীলায় বলতে পারলে,
অন্য সব নিয়ামক নিরর্থক মনে হয়।
নিজের সাথে নিজের জানাশোনা হলে,
নিজের সাথে নিজের চেনাজানে হলে,
পৃথিবীর সব সুখছবি নিতান্তই তুচ্ছ মনে হয়।
কে আমায় দুঃখ দিলো,
কে আমায় কষ্ট দিয়ে ভেঙে দিল বুকের পাঁজর খেলার ছলে,
তার কারণে, তার ভাবনায় মত্ত হলে জীবন আমার চলবে নাকি!
তারচেয়ে বরং নিজের সাথে যুদ্ধ করি,
যুদ্ধ করে হেরে গেলে সুখ পাখিটা,
জিতে গেলে দুঃখ পাখিটা,
রইবে শুধু আমার মতো,
সুখের গাড়ির চলবে শুধু নিজের মতো৷
তাই তো আমি নিজের সাথে প্রেম করে যাই,
নিজের সাথে রাত কাটিয়ে ভোরের আলোয় শুদ্ধ করি,
এই আমাকে শুদ্ধ করে কাটিয়ে দেই মানবজীবন
এই জীবনটা আর কারো নয়, আমার শুধু;
যত্নকরে লালন করি, পোষে রাখি বুকের ভেতর।