আমার কোন দুপুর নেই, রাত ছিল না কোন;
একটা কথা বলতে চাই, বলি তবে শোন।
একটা মেয়ে রাতদুপুরে বুকের পাশে আসে,
কথার ফাঁকে বলেই ফেলে, আমায় ভালোবাসে।
আমিও তখন মুচকি হেসে ওড়াই কথার ঝাঁপি,
মুখের কথা চোখের পাতায় নিখুঁত করে মাপি।
লোকে বলে তার কথাতে ঝুঁকি অনেক বেশি,
লোকের কথায় প্রেম চলে না, প্রেম যে সর্বনাশী।
জেনেশুনে দুপুর নিলাম, রাতেরে পর করে;
তপ্ত দুপুর মগ্ন রাখে, ঘুম বিনাশী ঝড়ে।