মৃত্যুর জন্য প্রস্তুত হও, হে জনবসতি!
যা অখণ্ডনীয়, যা অবশ্যম্ভাবী
তাকে ভয় না-পেয়ে মোকাবিলা করার মন্ত্র শেখোনি আজও, অস্ত্র দিয়েই সব যুদ্ধ হয় না, জেনো রেখো
কিছু সমর লুকিয়ে, সচেতন আড়াল হতে করে যেতে হয়।
হে অতৃপ্ত জনবসতি, তৈরি হও
যে হিসাবের খাতার সূচীপত্র শুরু করেছিলে
সেটা যবনিকা টানার আয়োজন শুরু হয়ে গেছে।
তৈরি হও, মানসিকভাবে প্রস্তুতি নাও, একত্রিত হও সবাই;
এই তো এসে গেলো, চলে এসেছে দ্বারে, দেখতে পাচ্ছি ঐ
অপেক্ষার পালা শেষ হলো বলে, মৃত্যুর জন্য তৈরি হও আজ;
যে পথ নিজেরাই এঁকেছিলে,
সেই পথ ধরে সামনে এগিয়ে চল।