তারপর বিষন্ন বিকেলের টিপ
তোমার উড়ন্ত চুলের নেশায় পরিয়ে দিয়ে
বিলীন হয়ে যাবো নিস্তরঙ্গ দিগন্তের ঐ লালে।
তোমার ঠোঁটের লালে,
তোমার রক্তের লালে,
তোমার কপালের লালে,
তোমার কানের দুলের লালে;
চুড়ির লালে, গলার মালার লালে,
কানের পাশে গুঁজে থাকা গোলাপের লালে।
অন্তত একটু হেসো তখন
বিমর্ষ বাতাসের কান তোমার হাসিতে উদাসী হতে চায়।
আমি হারাতে চাই তোমার বাহুর সন্ধিক্ষণের ঘ্রাণে
আমি লুটিয়ে যেতে চাই বুকের বিস্তৃত পতিত জমিনে।
উদাসী ঝড়ো হাওয়া আমার
অসময়ে মরার ইচ্ছা জাগে
তুমি আমায় মরণের দ্বার চিনিয়ে দাও।