কারো আপন হতে আপত্তি খুব বেশি আমার। কারো হতে ভয় লাগে আজ ভীষণ। আমি নই কারো চলার সাথী। চলতে গিয়ে বুঝেছি এতদিনে। তুমি আমায় বেঁধে রাখ চক্রবৃদ্ধি ঋণে।
তুমি আমি চাইনা কারো হতে। আমার সকাল আলোয় ভরা আছে। চাইনা আলো অন্য কারো কাছে। আলো নিয়ে পালিয়ে যায় সবাই। যার হারায় সেই তো ভালো বুঝে। কেউ কোনদিন পায়নি আমায় খোঁজে। আমি হারাই অপরের বাঁধা ডোজে।