বুকটা আমার মরু সম
       করছে হাহাকার,
হারানো যে কত ব্যথা
          বুঝেছি এবার।

আমি তো নেই আজি
       আমার মাঝে,
খুঁজেছি অনেক তোমায়
      সকাল সাঁঝে।

হারিয়ে গিয়েছো তুমি
      কোন অজানায়,
নাহি যদি হয় দেখা
       ভুল বুঝনা।

আমি যে তোমার ছিলাম
        তোমারই রবো,
কল্পনার মাঝে তোমায়
      খুঁজেই যাব।